চট্টগ্রাম শাহআমনত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বার সহ সিভিল অ্যাভিয়েশনের এক কর্মীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা চট্টগ্রাম বিমান বন্দর শাখা। সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে স্বর্ণগুলো জব্দ করা হয়েছে। আটককৃত বেলাল উদ্দিন সিভিল এভিয়েশনের সিকিউরিটি গার্ড।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তা একেএম সুলতান মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে টার্মিনালের ভিতর থেকে বেলালকে আটক করা হয়েছে। তার দেহ তল্লাশী করে স্বর্ণগুলো নিয়ে টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন,বেলাল এখনও স্বীকার করেনি স্বর্ণগুলো কোথায় থেকে এসেছে। স্বর্ণগুলো টয়লেটে পেয়েছেন বলে দাবি করছেন বেলাল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । সকাল থেকে চট্টগ্রাম বিমানবন্দরে মাস্কট থেকে দুইটি ফ্লাইট ও দুবাই থেকে একটি ফ্লাইট এসেছে। তাই স্বর্ণগুলো কোন ফ্লাইটে এসেছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করার পর জানা যাবে। এছাড়া বেলাল স্বীকার করছে না স্বর্ণগুলো কোন ফ্লাইটে এসেছে।
প্রতিটি স্বর্ণের বার ৬ লাখ ৮০ হাজার টাকা হিসেবে জব্দ স্বর্নের দাম ৫ কোটি ৪৪ লাখ টাকা বলে জানা গেছে।