২০২২-২৩ অর্থ বছরের বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তি ভাতা ২০০০ টাকা এবং
চাকরিতে সমঅধিকার সহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম মহানগরীর চেরাগী
পাহাড় মোড়ে প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন (ডিপিও) এর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
অনুষ্ঠিত য়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষ্টি- প্রতিবন্ধী মানুষের
স্বাধীন জীবনযাত্রা কেন্দ্র ও বি-স্ক্যান এর সভাপতি সাবরিনা সুলতানা।
কৃষ্টির সাধারন সম্পাদক তাসনিন সুলতানা নীলার সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন
প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত সংগঠন
সমূহ এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশের শুরুতে লিখিত বক্তব্য ও ৭ দফা
দাবি উত্থাপন করা হয়।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২০০৫-০৬ সাল থেকে বাংলাদেশ সরকার
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাতার প্রচলন করেন। সর্বশেষ নিবন্ধিত
প্রতিবন্ধী মানুষের সংখ্যা ২৫ লাখ ১৪ হাজার ৯৯০ জন হলেও ২০২১-২২ অর্থবছরে
মোট ২০ লাখ ৮ হাজার মানুষ মাসে ৭৫০ টাকা করে ভাতা পাচ্ছে। সরকারের
বিভিন্ন পরিকল্পনায় ভাতা বৃদ্ধির কথা উল্লেখ থাকলেও গত চার বছরে ভাতা
বৃদ্ধি করা হয়নি। বক্তারা জোর দিয়ে বলেন, কেবল আশ্বস্ত নয় আগামি বাজেটেই
প্রতিবন্ধী মানুষদের ভাতা ন্যুনতম ২০০০ টাকা করতে হবে।
বক্তারা আরো বলেন, সামাজিক সুরক্ষায় একজনকে একটির বেশি সুবিধা দেওয়া যাবে
না এই নীতির কারণে ভাতা প্রাপ্ত প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে
বঞ্চিত হচ্ছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সহায়ক উপকরণ, ব্যক্তিগত
যানবাহন, ব্যক্তিগত সহায়তাকারী, বিশেষ শিক্ষা উপকরণ, শ্রুতিলেখক, নিয়মিত
ঔষধ সেবন, থেরাপি গ্রহণ, বিশেষ প্রশিক্ষণ ইত্যাদির প্রয়োজন হয়। এই সকল
আনুষাঙ্গিক বিষয় বেশীরভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব
নয়। বক্তারা প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা জীবন সচল রাখা এবং তাদের
দৈনন্দিন মৌলিক অধিকার নিশ্চিত করতে শিক্ষা উপবৃত্তি ও প্রতিবন্ধী
ব্যক্তি ভাতা দুটোই নিশ্চিত করার দাবি জানান।