প্রায় ১১ বছর পর, গত রোববার পলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় মুল্যবান বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সকাল থেকেই মিছিল নিয়ে জনসভাস্থলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডের নেতা–কর্মীরা। দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের নেতৃত্বে বর্ণাট্য র্যালি নিয়ে সমাবেশে যোগদান করেন হাজারো নেতা–কর্মীরা। দিচ্ছেন স্লোগান। হাতে রয়েছে পোস্টার ও ব্যানার। উক্ত র্যালিতে যোগ দান করেন ২৮ নং ওয়ার্ড বাংলাবাজার এর আওয়ামীলীগ নেতা এম কিবরিয়া দোভাষ,সেলিম দোভাষ,আব্বাস দোভাষ,আমিন দোভাষ, কামাল দোভাষ, মোঃ ইউনুস, আব্দুর শুকুর,মোঃ মাহমুদ,শহীদ, আকরাম পাশা ।
আরো উপস্থিত ছিলেন, ২৮ নং ওয়ার্ড মোগল্টুলী আওয়ামীলীগ নেতা আলী মেম্বার, সেলিম মাহমুদ,রেজাউল ফারুক মেম্বার ,জাবেদ,শফিক ,জামাল সর্দার ,মুস্তাফিজুর রহমান, ওয়াসিম, দিদার আলম, সহ এত্ত ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ,সেচ্ছাসেবকলীগ ও অন্য অন্য নেতৃবৃন্দ । বর্ণাট্য র্যালিটি, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাহাদুরের বাস ভবনের সম্মুখ হতে শুরু হয়ে এত্ত ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ঘুরে সমাবেশ স্থলে প্রবেশ করে