চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় একটি বাসের ধাক্কায় তিন পথচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রেজাউল করিম বয়স ২৪, আরেফা বেগম বয়স ৪৫ ও তার ভাতিজি আয়শা আকতার মিম একটি শিশু বয়স ৮। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বাস ও বাসচালককে আটক করেছেন।শুক্রবার ১৮ জুন দুপুর ১২ টার দিকে থানার খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে আরেফা ও মিমের বাড়ি পতেঙ্গার খাল পাড় স্টিল মিল এলাকায় এবং রেজাউলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রানা চৌধুরী।তিনি বলেন, ‘পতেঙ্গার দিকে যেতে থাকা একটি বাস দুপুর ১২টার দিকে তিন পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে অভিযান চালিয়ে বাসচালক ও বাসটিকে জব্দ করা হয়।’