অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের অন্তর্গত সবুজপুর গ্রামের জিঞ্জিরাম নদীতে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি ড্রেজারে আগুন এবং বিপুল পরিমাণ পাইপ ভেঙে গুঁড়িয়ে বিনষ্ট করা হয়। গতকাল ২৯ নভেম্বর বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে উত্তরাঞ্চলের ৫টি ইউনিয়নের বিভিন্ন স্থানে বালু উত্তোলন করে আসছিল অনেকগুলি চক্র। কোথাও নদীতে আবার কোথাও ফসলি জমি, মূল সড়কের পাড় ঘেঁষে চলছিল বালু উত্তোলন। এ নিয়ে অনেক ভুক্তভোগীরা প্রায় প্রতিদিন অভিযোগ করে আসছিলেন। যার ফলে প্রশাসন নড়েচড়ে বসে। উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে বালু উত্তোলন অনেকাংশে বন্ধ হয়েছে।