চকরিয়া ডিগ্রী কলেজের সামনে র্যাব-১৫এর চেকপোস্ট এ ৩০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ ০১ জন মাদক কারবারী গ্রেপতার। ১৫/১১/২০২১ খ্রিঃ তারিখ সকাল ০৮.০৫ ঘটিকায় র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, চট্টগ্রাম হতে ট্রাকযোগে মাদক কারবারিরা বিপুল পরিমান গাঁজাসহ কক্সবাজারের দিকে আসছে। তারই পরিপ্রেক্ষিতে চকরিয়া থানাধীন ডিগ্রী কলেজের সামনে চেকপোস্ট স্থাপন করে সকাল ০৯.০০ ঘটিকায় আসামী মিজানুর রহমান (৩৭), পিতা-মৃত ইসলাম, মাতা আনোয়ারা বগম,সাং-দক্ষিন থ্যাইংখালী, জামতলী, ৫নং ওয়ার্ড,পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে ধৃতসহ ট্রাকটি জব্দ করে। পরবর্তীতে ট্রাকটি তল্লাশী করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় যে, দীর্ঘদিন যাবত সে চট্টগ্রাম হতে কক্সবাজারে গাঁজা পাচার করে আসছে।
গ্রেপতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্তা গ্রহনের নিমিত্তে চকরিয়া থানায় হস্তাস্তর করা হয়েছে।