কক্সবাজার টেকনাফের সাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানিয়েছে, ভোর রাতে সংঘবদ্ধ একটি চক্র টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ইয়াবা ট্যাবলেট পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালায়। এ সময় পাচারকারীদের ধাওয়া দিলে ইয়াবা ট্যাবলেট বোজাই ২টি বস্তা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়। পরে কোস্টগার্ড পরিত্যক্ত বস্তা দুটিতে তল্লাসী চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। কোস্টগার্ড আরো বলেন সংবদ্ধ একটি চক্র গোপনে মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট সমুদ্র পথে এনে পাচার করছিলো। এ ব্যাপারে মাদক আইনে মামলা করেছে কোস্টগার্ড।