ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের কারনে প্রায় ২৭ দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ। ফলে সকাল থেকে চলছে বিভিন্ন বর্ষের ক্লাস। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ২৩ নভেম্বর একাডেমিক কাউন্সিলের বৈঠক থেকে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এদিকে ক্যাম্পাস খুললেও বন্ধ রয়েছে ছাত্রদের ছাত্রাবাস। তবে খুলে দেওয়া হয়েছে ছাত্রী হোস্টেল। কলেজের অধ্যক্ষ জানান, কলেজে সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়েছে। কেউ আইন ভাঙ্গলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাস খোলায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে আধিপত্যের রাজনীতি পরিহার করতে ছাত্রলীগের প্রতি আহবান জানান। এর আগে গত ২৯ ও ৩০ অক্টোবর দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুটি পক্ষ। এ সময় আহত হয় বেশ কয়েকজন। এর মধ্যে আকিব নামে ২য় বর্ষের এক শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেলে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। পরে অনদির্ষ্টকালের জন্য কলেজ ও ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া সংঘর্ষে জড়ানোর অভিযোগে উভয়পক্ষের ৩০ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করে কর্তৃপক্ষ। যদিও এই বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগ।
Leave a Reply