সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর ও ধর্ষণের হুমকি প্রদানকারী বাসচালকের সহকারীকে গ্রেফতারের দাবিতে।
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আজ রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বকশীবাজার মোড় অবরোধ করেন। পরে তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাকি ৬ কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। অবরোধের কারণে ওই সড়কের আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বেলা ১২টার দিকে বিক্ষোভ স্থলে শিক্ষার্থীদের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বক্তব্য দেন। তিনি বলেন, ‘সারাদেশে শিক্ষার্থীদের স্বার্থেই গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর করতে হবে। গণপরিবহনে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণের নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। এ ছাড়া, ধর্ষণের হুমকি প্রদানকারী বাসচালকের সহকারীকে এই সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অন্যান্য দাবি:-
১. শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করা যাবে না
২. কলেজের সামনে ভালোভাবে গাড়ি থামাতে হবে
১. শিক্ষার্থীদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করা যাবে না
২. কলেজের সামনে ভালোভাবে গাড়ি থামাতে হবে
৩. মহিলা সিট নিশ্চিত করা
৪. সম্মানের সঙ্গে গাড়িতে উঠার ব্যবস্থা নিশ্চিত করা
৫. মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা
৬. প্রত্যেক বাসস্টপে সবধরনের বাস থামাতে হবে এবং শিক্ষার্থীদের উঠাতে হবে।
৪. সম্মানের সঙ্গে গাড়িতে উঠার ব্যবস্থা নিশ্চিত করা
৫. মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা
৬. প্রত্যেক বাসস্টপে সবধরনের বাস থামাতে হবে এবং শিক্ষার্থীদের উঠাতে হবে।