আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ‘অমর একুশে ফেব্রুয়ারী’ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টা ১মিনিটে উপজেলা চত্ত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
পরবর্তীতে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার, সহকারি কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী ও সাধারণ সম্পাদক এড. মহিউদ্দিন আহমেদ আলম এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ। পর্যায়ক্রমে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক ও বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) সাহাব উদ্দিন এর নেতৃত্বে থানা পুলিশ প্রশাসন।