বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে অভিযান চালিয়ে ২১ দালালকে আটক করেছেন র্যাব।
রোববার ১৩ জুন দুপুরে নগরের নতুনপাড়া এলাকার বিআরটিএ কার্যালয় থেকে তাদের আটক করে।গোপন সূত্রে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালদের উৎপাতের সংবাদ পেয়ে রোববার (১৩ জুন) সেখানে অভিযান পরিচালনা করে র্যাব। পরে সেখান থেকে দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়।’আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।