টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ( বিজিবি)।
বিজিবি জানায়,বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে , জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। এই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নাফ নদীর জালিয়ারদ্বীপ এর কেওড়া বাগানে কৌশলগত অবস্থান গ্রহণ করে। পরে রাত ১টার দিকে বিজিবি টহলদল একজন ব্যক্তিকে জালিয়ারদ্বীপের পার্শ্বে নাফ নদীতে ছদ্মবেশ ধারণ করে কাঠের নৌকায় করে জাল দিয়ে মাছ ধরতে দেখতে পায়। এ সময় টহলদল মায়ানমার থেকে একজন চোরাকারবারীকে সাঁতরিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে জালিয়ারদ্বীপে বর্ণিত জেলের কাছে এসে একটি বস্তা হস্তান্তর করতে দেখলে আগে থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাদের দুইজনকে চারিদিক থেকে স্পীডবোটের মাধ্যমে ঘেরাও করে আটক করে।এসময় তাদের কাছে থাকা বস্তা থেকে ১.০৪০ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবার মূল্য আনুমানিক ছয় কোটি চল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
Leave a Reply