১৯৮৮ সালের ২৪ জানুয়ারীর ঐতিহাসিক গণহত্যা দিবস স্মরণে চট্টগ্রামে নানা কর্মসুচী পালিত হচ্ছে। ঐদিন চট্টগ্রামের লালদীঘি ময়দানে আওয়ামীলীগের জনসভায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্হিতিতে পুলিশের গুলিতে ২৪ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছিলেন।
দিনটি স্মরনে মঙ্গলবার সকালে কোটহিল চত্বরের শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্বা জানান চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠন । এর আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী, সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সহ নেতাকর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্বা জানান। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর, চট্টগ্রাম আইনজীবী সমিতি সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিন ব্যাপী নানা কর্মসুচী পালন করছে চট্টগ্রামে