চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গরের পাশে স্ক্রাপ বোঝাই টিটু-৭ নামে ১টি
লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার দুপুরে জাহাজটি ডুবে গেলেও ১৩জন
স্টাফ অন্য জাহাজে উঠে নিরাপদে রয়েছেন।চট্টগ্রাম বন্দরের চ্যানেলের
বাইরে জাহাজটি ডুবির কারণে জাহাজ চলাচল ও নোঙ্গরেও কোন সমস্যা তৈরী হয়নি।
চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোল জানায়, বহি:নোঙ্গরের মাদার ভেসেল (বড়
জাহাজ)প্লিপার বল থেকে টিটু-৭ নামে লাইটার জাহাজটিতে এক হাজার ৯০০ টন
স্ক্রাপ লোড করা হয়। লোড শেষে জাহাজটি বেলা ১২টায় উপকূলের দিকে আসার সময়
হঠাৎ তলা ফুটো হয়ে ডু্বে যায়