তারকা নয়, তারকার বাড়ি। যেসব বলিউড তারকার বাড়ি হয়েছে ভোগ ইন্ডিয়ার ‘কভার স্টোরি’, তাঁদের মধ্যে আছেন হৃতিক রোশন। বিচ্ছেদের পরও ভালো বন্ধু হৃতিক ও সুজান। ১৩ বছর সংসারের পর ২০১৩ সালে বিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের পরও সন্তানদের সঙ্গে নিয়মিত ভারতের বাইরে বেড়াতে গেছেন তাঁরা।সুজান তাঁদের সন্তান রিহান ও রিদানের সঙ্গে হৃতিকের ছবি তুলে দিয়েছেন। সেই ছবি তোলার ছবি নিয়েও হয়েছে প্রতিবেদন—বিচ্ছেদের পরও কীভাবে সুসম্পর্ক, বন্ধুত্ব অটুট থাকে, তার ওপর।করোনা মহামারিকালের শুরুতে দুই পুত্র নিয়ে নতুন বাড়িতে উঠেছেন হৃতিক। আর তাঁদের সঙ্গে অতিমারিকালের পুরোটা সময় থাকছেন সুজানও। মুম্বাইয়ের জুহুর লিংক রোডে হৃতিকদের বাড়ি। বিশাল এক অ্যাপার্টমেন্টের ১৫ আর ১৬ তলা মিলে ডুপ্লেক্স। কিছুদিন পর কিনেছেন ১৪ তলাটিও। ডুপ্লেক্সটি কিনেছেন ৬৭ কোটি ৫০ লাখ রুপি দিয়ে। সেটি ২৭ হাজার ৫৩৪ স্কয়ার ফুট। আর ১৪ তলার দাম ৩০ কোটি রুপি। সেটি বেশ ছোট। ১১ হাজার ১৬৫ স্কয়ার ফুট। সব মিলিয়ে হৃতিকের বর্তমান বাড়ির দাম ৯৭ কোটি ৫০ লাখ রুপি। টাকার অঙ্কে তা ১১০ কোটি। এর সঙ্গে রয়েছে ১০টি গাড়ি পার্কিংয়ের জায়গা।হৃতিকের বাড়ির বারান্দা থেকে দেখা যায় আরব সাগরের একাংশ। সন্তানদের নিয়ে বাড়ির বারান্দায় সময় কাটাতে ভালোবাসেন হৃতিক।হৃতিকের বাড়ির অন্দরসজ্জা সাজিয়েছেন ভারতীয় বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার অভিনেশ শাহ। কয়েকটি বেডরুম, দুটি ড্রয়িংরুম, ডাইনিং, ড্রেসিং কাম মেকআপ রুম, লাইব্রেরি, মিটিং রুম, বারান্দা ছাড়াও হৃতিকের বাড়িতে আছে জিমনেসিয়াম আর একটা বিশাল খেলাঘর। সেলেবদের বাড়ির অন্দরসজ্জায় বিভিন্ন ভাইব থাকে। মিলেনিয়াল, মিনিমালিস্টিক, লাক্সারিয়াস, ইউরোপিয়ান আর্টফর্ম বা মডার্ন। কিন্তু হৃতিকের বাড়িতে এসব কিছু নয়, বরং প্রাধান্য পেয়েছে নিজেদের পছন্দ আর স্বাচ্ছন্দ্য। তবে বাড়ির অন্দরসজ্জা এমনভাবে করা হয়েছে, যেন কোনো দিক দিয়ে আলো বাধা না পায়। এছাড়াও এক পাশের দেয়ালে রয়েছে বিশ্বের মানচিত্র। সেটার দিকে তাকিয়েই তাঁরা ঠিক করেন, কোন ছুটিতে কোথায় যাবেন। সেখানে বেশ কিছু উজ্জ্বল রঙের চেয়ারও ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে। সংক্ষেপে এই হৃতিকের বাড়ি।