মোবাইল আর্থিক সেবা খাতের ১০ বছর পূর্তি উদযাপনে বন্দর নগরী চট্টগ্রামে ‘হাতের মুঠোয় আর্থিক সেবা’ স্লোগানে “ অনুষ্ঠিত হলো এমএফএস মেলা। সিআরবি প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বর্নাঢ্য মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের মহা ব্যবস্থাপক, আরিফ হোসেন খান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ মহা ব্যবস্থাপক বদিউজ্জামান দিদার, ১০ বছর পূর্তি আয়োজক কমিটির আহবায়ক এবং বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শেখ মো: মনিরুল ইসলাম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মেলায় এমএফএস নিয়ে সচেতনতামূলক পুতুল নাচ, গম্ভীরা, পথ নাটক প্রদর্শিত হয়। এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়, ট্যাপ, মাই ক্যাশ, টেলিক্যাশ, মেঘনা ব্যাংক লিমিটেড, এফএসআইবি, রূপালী ব্যাংক লিমিটেড, ওকে ওয়ালেট, ইসলামিক ওয়ালেট ও নগদ।
সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের অংশ হিসেবে ব্যাংকিং সেবার বাইরে বা সীমিত ব্যাংকিং সেবার আওতায় থাকা জনগনকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ২০১১ সালে শুরু হয় মোবাইল ভিত্তিক আর্থিক লেনদেন সেবা। মোবাইল রিচার্জ করা, বিদেশ থেকে সরাসরি রেমিটেন্স পাওয়া, মোবাইল অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের উপর মুনাফা সহ বিভিন্ন শিল্পের শ্রমিকদের বেতন বিতরণ, এমএফএস অ্যাকাউন্টে আর্থিক প্রতিষ্ঠানের ডিজিটাল ন্যানো ঋণ এবং মাসিক সঞ্চয় সেবাসহ প্রতিনিয়তই নতুন সেবায় সমৃদ্ধ হচ্ছে এমএফএস খাত।
Leave a Reply