হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় করা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান শুনানি শেষে এ আদেশ দেন
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুই হাজার টাকার মুচলেকায় আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।
কিন্তু হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে আরও মামলা থাকায় এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না তিনি।
হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় গত ২৯ জুলাই রাতে চার ঘণ্টা অভিযান শেষে তাকে আটক করে র্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেপ্তার দেখানো হয়।