হেফাজতে ইসলামের বর্তমান আহ্বায়ক কমিটির আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে চট্টগ্রামের ফতেয়াবাদ থেকে আটক করা হয়েছে। র্যাব ৭ এর মিডিয়া অফিসার জানান শুক্রবার রাত ১১ টায় ফতেয়াবাদ থেকে তাকে আটক করা হয়েছে। ইনামুল হাসান বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের ও
বাবুনগরীর যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠাতেন। সে হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিল।
র্যাব কর্মকর্তা জানায় , হেফাজতের আমীর আল্লামা আহমদ শফি হত্যা মামলায় সে এজাহারভুক্ত আসামী। এছাড়া হাটহাজারী তান্ডবের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে। তাকে বর্তমানে র্যাব জিজ্ঞাসাবাদ করছেন বলে জানা গেছে। দুপুরের পরে হাটহাজারী থানায় হস্তান্তর করার কথা রয়েছে ।
২৬ শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামের হাটহাজারিতে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় হাটহাজারী থানায় ১০ টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৭৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।