চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় সরকারঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ সংঘর্ষে জড়ায় স্থানীয় দুটি গ্রুপ। ঘটনাস্থলে তদন্তে গেলে উভয় গ্রুপ মিলে হামলা করে পুলিশের ওপর। এ ঘটনায় পুলিশের উপ-পরিদর্শক এসআই জাফর আহাম্মদসহ ৪-৫ জন সদস্য আহত হন। ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে ১৫ জনকে গ্রেফতার করে।
রোববার ১১ জুলাই রাত ৮টার দিকে থানার জানালী হাট রেলস্টেশন ৮ নম্বর পুলের গোড়া কবির টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রবিউল আলম (২৭), মো. সুমন ওরফে আনিস (২৭), মো. মুছা ওরফে ইয়াবা মুছা (৫১), মো. ইয়াছিন (১৯), মো. আবদুল খালেক (৩৮), সৈয়দ আকবর (৪২), মো. খোকন (৪২), মো. ফারুক (৩৩), মো. ভুট্টু (৩৭), মো. ফারুক (৪১), মো. রায়হান (২০), মো. বাদশা (৩২), মো. বশির (৫৩), মো. ইমন (১৯) ও মো. লিমন (২০)।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যার দিকে থানার জানালী হাট রেলস্টেশন এলাকায় ইমরান ও করিম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় গ্রুপকে সংঘর্ষে জড়াতে বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে উভয় গ্রুপ মিলে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ ৪-৫ জন সদস্য আহত হন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাত ইসলাম‘রোববার রাতে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।’