1. admin@nplustv.com : admin : Shadat Hossain Raju
শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন

হাবিপ্রবিতে ৪ আগস্ট থেকে অনলাইনে লিখিত পরীক্ষা শুরু

জুবাইদা আক্তার জেবা
  • আপডেট সময়ঃ সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩৮৭ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতিতে অনলাইনে লিখিত পরীক্ষা নেয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) কর্তৃপক্ষ।৪ আগস্ট থেকে অনলাইনে লিখিত পরীক্ষা শুরু হবে। এজন্য পরীক্ষার রুটিনও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৫৭তম (জরুরি) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. সাইফুর রহমান বলেন, সেশনজট কমাতে ইতোমধ্যে পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল নম্বর/ই-মেইল আইডিসহ সংশ্লিষ্ট তথ্য নেয়া হয়েছে। শিক্ষার্থীরা কীভাবে জুম ও গুগল ক্লাসরুমের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং খাতা আপলোড করবে সেসব বিষয় অবগত করা হয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন
© কপিরাইটঃ- এন প্লাস টিভি (২০২০-২০২২)
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD