1. admin@nplustv.com : admin : Shadat Hossain Raju
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

হাতির আগমণের খবরে টিলার বসবাসকারীদের মাঝে আতঙ্ক…….

এন প্লাস টিভি রিপোর্ট
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ২৫০ বার পড়া হয়েছে

চারটি বন্য হাতি ভারত সীমান্তের মেঘালয় থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ টিলায় প্রবেশ করেছে। হাতির আগমণের খবরে টিলার বসবাসকারীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, মঙ্গলবার রাত দেড়টার যাদুকাটা নদী দিয়ে এই চারটি হাতি এসে বড়গোপ টিলার জঙ্গলে অবস্থান নেয়।

হাতির দল বড়গোপ টিলায় আরশাদ ফকিরের খেতের আলু ও সামছু মিয়ার জমির ধানের সামান্য ক্ষতি করেছে এলাকার বাসিন্দারা জানান। বর্তমানে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে আছে।

বড়গোপ টিলার জঙ্গলে তিনটি বড় ও একটি হাতির বাচ্চা অবস্থান করছে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এস আই মো. শহীদুল ইসলাম জানান। তিনি বলেন, আমিসহ পুলিশ ফোর্স ও বিজিবি সদস্যগণ ঘটনাস্থলে আছি। হাতিগুলোকে কেউ যাতে বিরক্ত করতে না পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি।

পরিবেশকর্মী আহমেদ কবীর বলেন, বন্যপ্রাণি ক্ষতি করলে বন বিভাগ ক্ষতিপূরণ দেয়। মহাবিপন্ন প্রাণি হাতিকে বিরক্ত না করলে কারো ক্ষতি করবে না।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন
© কপিরাইটঃ- এন প্লাস টিভি (২০২০-২০২২)
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD