বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোষ্টে (বিওপি) কর্তব্যরত নায়েব সুবেদার আব্দুল মান্নান বন্য হাতির আক্রমনে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদর দপ্তরের অতিরিক্ত পরিচাল অপারেশন ল্যাফটেনেন্ট কর্ণেল ফয়জুর রহমান জানান,
চোরাকারবারীরা মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে গরু আনার খবর ছিল টহল টিমের। ওই সময় নায়েব সুবেদার মান্নানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। পথিমধ্যে তিনটি বন্য হাতি বিজিবির টহল দলের সামনে পড়ে যায়। এই সময় বিজিবির টহল দলের অন্যান্য সদস্যরা নিরাপদে সরে যেতে পারলেও হাতির আক্রমণের মুখে পড়েন টহল টিমের কমান্ডার নায়েব সুবেদার মান্নান। তখনই হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যূ হয়। পরে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।
তিনি জানান, মান্নানের মরদহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের বাডী কুমিল্লার ১৪ গ্রামে নিয়ে যাওয়া হবে।