পোগলদিঘা ইউনিয়নের ইউপি সদস্য মোবারক হোসেন জানান, লতিফুর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে হাঁস-মুরগি কেনাবেচা করে আসছিল। গতকাল বুধবার বয়ড়া বাজার থেকে কিছু হাঁস কিনে ব্রিজের ওপর বসেছিলেন তিনি। এ সময় একটি হাঁস ব্রিজের ওপর থেকে উড়াল দিয়ে নদের পানিতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য লতিফুর পানিতে নেমে পড়েন। এর পর থেকে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়ে অভিযান বন্ধ করে চলে যায়। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় তাকে নদের পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করলে পুলিশ এসে মরদেহের সুরতহাল করে। পরিবারের কোনো অভিযোগ না থাকার মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় হারিয়ে যাওয়া হাঁসটিকেও খুঁজে পায় এলাকাবাসী।