দেশে উল্লেখযোগ্য সংখ্যক হাসপাতাল নির্মিত হচ্ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া
বলেছেন, ২০৩০ সালের পর চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে হবে না।
বরং বিদেশীরা চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগের স্বাস্থ্য কর্মকর্তারা স্ব স্ব এলাকার জনস্বাস্থ্য পরিস্থিতি তুলে ধরেন। এসময় কোভিড পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতির দিকে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব বলেন, কোভিড ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে ২৬তম অবস্থানে রয়েছে। এই সাফল্য আরো
এগিয়ে নিতে স্বাস্থ্য সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে কাজ করে যাবার আহবান জানান তিনি।
সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদের মধ্যে সংঘটিত সহিংস ঘটনা
কোন ভাবেই কাম্য নয় বলেও উল্লেখ করেন স্বাস্থ্য সচিব। এ ঘটনায় ব্যবস্থা নেয়ার পাশাপাশি যথাসময়ে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হবে
বলেও জানান তিনি। বর্তমানে দেশে নির্মাণাধীন হাসপাতাল সমূহ চালু হলে উল্লেখযোগ্য
সংখ্যক ডাক্তার নার্সের কর্মসংস্থানের পাশাপাশি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে হবে না বলেও জানান স্বাস্থ্য সচিব-।
সিংক : লোকমান হোসেন মিয়া, সিনিয়র সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।