চট্টগ্রাম প্রেস ক্লাবের এস.রহমান হলে স্বামীর বসতভিটা ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা দাবীতে সংবাদ সম্মেলন করেন উত্তর পতেঙ্গা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমান এর কন্যা মনোয়ারা বেগম। এই সময় উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম এর স্বামী আব্দুল হাই, এবং আত্মীয় নুরুল ইসলাম। এই সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তোভোগী মনোয়ারা বেগম। তিনি বলেন, ৪০নং উত্তর পতেঙ্গা এলাকায় শ্বশুরবাড়ীতে স্বামী এবং সন্তান নিয়ে সুখে বসবাস করে আসছিলাম দীর্ঘদিন যাবত। কিন্তু সম্প্রতি সময়ে উত্তর পতেঙ্গা এলাকার চিহ্নিত ভূমিদ্যসু জহুর আলম সহ আরোও চিহ্নিত কিছু ব্যাক্তি এসে বাসায় হুমকি দিয়ে যায় যে, আমার স্বামীর বসতভিটা ছেড়ে দিতে না হয় আমার পরিবার নিয়ে জীবন যাপন করতে পারবো না। এমতাবস্থায় আমি থানায় অভিযোগ করলে তারা আরও ক্ষীপ্ত হয়ে আমাদের উপর হামলা চালায়। তাই আমি প্রাণের ভয়ে আজ এই সংবাদ সম্মেলন এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযোদ্ধা মন্ত্রী, সহ ভূমিমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি স্বামী সন্তান নিয়ে আমার স্বামীর বসতভিটা জীবনের নিরাপত্তায় নিয়ে জীবন যাপন করতে পারি।