কক্সবাজারে সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য আলাদা একটি সংরক্ষিত এলাকা নির্দিষ্ট করে দেয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১১ টায় কক্সবাজার লাবনী পয়েন্টে নারী ও শিশুদের জন্য সংরক্ষিত এলাকার উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, কক্সবাজারের প্রশাসন চাই যে সৈকতে নারী ও শিশুদের বিশেষ সুরক্ষা থাকবে। এমন উদ্যোগ নিরাপদ পর্যটনে ভুমিকা রাখবে।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশশ সুপার(প্রশাসন) মো. রফিকুল ইসলাম। নির্বাহী ম্যাজিষ্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, ট্যুর অপরেটর এসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামালসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।