কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে সেনা সদস্য আবদুর রহমান হত্যা মামলায় ৪ জনকে ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক রোজিনা খান ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের উপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক রয়েছে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফাঁসির আসামিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চম্পকনগর বাদারিয়া কলোনির মৃত রুহুল আমিন প্রকাশ্যে বাদশা মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলাম, একই থানার উথারিয়া গ্রামের রেজু মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া ওরফে ইয়াছিন ওরফে পিচ্ছি ভাগিনা প্রকাশ কালা, চট্টগ্রামের হাটহাজারী থানার মৌলভীপাড়া গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে জনি প্রকাশ নয়ন ও হবিগঞ্জের বানিয়াচং থানার মশাখালী গ্রামের আকাশী দাস প্রকাশ কালীদাসের ছেলে প্রদীপ দাস। এ মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব গ্রামের মৃত লাহু মিয়ার ছেলে আলী আক্কাছকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল মজুমদার এবং আসামি পক্ষে অ্যাডভোকেট নাঈমা সুলতানা মুন্নী।