আগামী কাল সকাল ১০ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনাবাহিনী দিয়ে বেড়ী বাঁধ করার জন্য মানববন্ধন উপস্হিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু সাহেব
আরো উপস্হিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি
ঢাকায় অবস্থানরত প্রিয় রামগতি-কমলনগরের ভাইয়েরা, আসসালামু আলাইকুম/আদাব। আপনারা জানেন মেঘনার ভাঙন থেকে প্রিয় জন্মস্থানকে রক্ষায় সেনাবাহিনীর মাধ্যমে টেকসই বাঁধ নির্মাণ করার দাবিটি আমাদের সকলের প্রাণের দাবি ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ভাঙনরোধে নেওয়া প্রায় ৩১শ’ কোটি টাকার প্রকল্পের টেন্ডার আহ্বান করায় প্রথম পর্বের কাজ ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়নের পথে। এমতাবস্থায় আমাদের দাবির বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নজরে দেওয়া জরুরী। তাই, আগামীকাল সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহৎ প্রকল্প অনুমোদ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো, আমাদের দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা যত বেশি সংখ্যক লোক এ কর্মসূচিতে অংশ নেব, তত বেশি এটি কর্তৃপক্ষের দৃষ্টিতে পড়বে। তাই সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আপনাদের উপস্থিতি কামনা করছি।