সুবর্ণচরে “বঙ্গবন্ধু রৌপ্য কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠানে যা বললেন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও চরজুবলী ইউনিয়নের সম্বভ্য চেয়ারম্যান প্রার্থী আমির খুসরু মাহমুদ।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বঙ্গবন্ধু রৌপ্য কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার পাংখার বাজার উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।মাঠে হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।
৫ নং চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী একাদশ ও চরজব্বর ইউনিয়নের চরজব্বর একাদশের মধ্যে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্দিষ্ট সময় শেষে চরজব্বর একাদশ ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয়।
সুবর্ণচর উপজেলার ১ নং যুগ্ন-আহবায়ক আমির খুসরু মাহমুদের পরিচালনায় আলহাজ্ব এ্যাড ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নোয়াখালীর ৪ জন সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন আতাহার ইশরাক সাবাব চৌধুরী। আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং চরক্লাক ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড আবুল বাসার,৪ নং চর ওয়াবদা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান ভুঁইয়া,২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিব,৮ নং মোহাম্মাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী,৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ,সুবর্ণচর ৫ নং চরজুবলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম শফি চৌধুরী, সৈয়দ রহমান চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা চৌধুরী প্রমুখ।