সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে সংবাদপত্র হকার ও দুস্থদের মাঝে ইফতার ও সেহরি বিতরণ করা হয়েছে।
১৭ এপ্রিল শনিবার দুপুরে মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি আলহাজ্ব দিদারুল আলম।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরীর সঞ্চালনায় ও সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি সৈয়দ ফোরকান আবু, এম. হেদায়েত, বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাব প্রতিবছর সংবাদপত্র হকার ও দরিদ্রদের মাঝে ইফতার-সেহরি বিতরণ করে আসছে। হকারদের ইফতার সামগ্রী বিতরণ অবশ্যই একটি ভালো উদ্দ্যোগ।