চট্টগ্রাম সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ৩০০ দরিদ্র মানুষের মধ্যে মাছ ও সবজি বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মে) সকালে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য দিদারুল আলম।
চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায় ও সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহম্মদ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, মো. রফিক, আওয়ামী লীগ নেতা আরশেদ মাহমুদ, আবু তাহের সওদাগর, কামরুজ্জামান, মুন্সী কোম্পানি, তৌহিদ চৌধুরী, সেতাফ উদ্দীন, আবদুল্লাহ আল মামুন, জসিম উদ্দীন, ইঞ্জিনিয়ার নজরুল, পেয়ার আহম্মদ, মো. নবী, ইউপি সচিব দিদারুল আলম, ইউপি সদস্য রাসেদ, সেলিম উদ্দীন, সফিউল আলম, কোহিনুর বেগম, বাঁশবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জয়নাল আবেদীন টিটু, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন কামরুল, সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীন চৌধুরী আদিল, আশরাফ, টিটু, রানা, পাভেল, সজিব, রায়হান প্রমুখ।