ছবিটির নাম ‘অ্যা ব্লেসড ম্যান’
অ্যাপল বক্সের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা সাদিক মাহমুদ। তাহসানও নিজের ফেসবুক পেইজে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
সিনেমাটি প্রসঙ্গে বিস্তারিত বলেন তাহসান একটি ভিডিও বার্তায় এসে। ওই সিনেমার খঁচিত একটি কেকও পাঠানো হয়। তাহসান সেটি সকলের উদ্দেশ্যে মোবাইল ক্যামেরায় দেখান। তাহসান বলেন, এই সিনেমায় আমার সঙ্গে অভিনয় করবেন বিশ্ব জয় করে আসা অভিনেত্রী বাঁধন। আর সিনেমা ভালো হচ্ছে, আপনারা সবাই গিয়ে সিনেমা দেখুন।’
দ্রুতই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানালেও চরিত্র বা গল্পের ধরন নিয়ে কিছু বলেননি ‘অ্যা ব্লেসড ম্যানে’র পাত্র-পাত্রী। বাঁধন শুধু জানিয়েছেন, সিনেমাটির জন্য ওজন কমাচ্ছেন তিনি।
Leave a Reply