মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গ্রেফতারী পরোয়ানার আসামী, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, ডাকাত/ছিনতাইকারী গ্রেফতার, মাদক উদ্ধার, ক্লু-লেস মামলার রহস্য উদঘাটন, মামলা নিষ্পত্তি, ইভেন্ট ম্যানেজমেন্টসহ সামগ্রিক কার্যাবলীতে সিএমপি’র শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার-২য় হিসেবে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালী জোন জনাব অতনু চক্রবর্তী ও শ্রেষ্ঠ থানা হিসেবে মাননীয় পুলিশ কমিশনার থেকে পুরস্কার গ্রহণ করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব জাহিদুল কবির। শ্রেষ্ঠ এএসআই-২য় হিসেবে পুরুস্কৃত হয়েছেন এএসআই/ছাদেক হোসেন। এছাড়া ছিনতাইকৃত মালামাল সহ আসামি গ্রেফতার, মাদক উদ্ধার, গাড়ী ও জালনোট উদ্ধার, আসামী গ্রেফতারে যথাক্রমে কোতোয়ালী থানার এসআই/সুকান্ত চৌধুরী, এসআই/ মোঃ মেহেদী হাসান, এসআই/মুহাম্মদ মোশাররফ হোসেন, এসআই/মোঃ আজাদ হোসেন বিশেষ পুরস্কারের ভূষিত হন।