রাউজানের সূর্য গেইট ভাই ভাই কলোনি নামক এলাকায় সিএনজি উল্টে মো. নুরুল আলম চৌধুরী (৫৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি একই এলাকার মৃত নূরছাফা চৌধুরীর ছেলে।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
কদলপুর তিনি চট্টগ্রাম নগরে দর্জির কাজ করতেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, রাউজানে সিএনজি উল্টে গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।