প্রথমবারের মত পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন বলিউডের দুই তারকা সালমান খান ও রণবীর সিং। যদিও সেটি কোন সিনেমা নয় বরং ভারতীয় টেলিভিশনের একটি শোতে।‘কালারর্স’ এর একটি গেম শো ‘দ্য বিগ পিকচার অন কালারর্স’ এ একসঙ্গে দেখা যাবে সালমান খান ও রণবীরকে। মূলত টেলিভিশন শোটির সঞ্চালক হিসেবে দেখা যাবে এই দুই বলিউড তারকাকে।গেল শনিবার শোটির টিজারে নিজস্ব স্টাইলে ব্যাখ্যা করতে দেখা গেছে রণবীর সিংকে। ফলে ধারণা করা হচ্ছে, আসন্ন এই টেলিভিশন শোটি দর্শকদের বেশ বিনোদিত করতে পারবে।যদিও ইতোপূর্বে কালারর্স টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ এর সঞ্চালক হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সালমান। ফলে ধারণা করা হচ্ছে আসন্ন এই টেলিভিশন শো আরো বড় ধামাকা নিয়ে হাজির হবেন সালমান-রণবীর জুটি।
Leave a Reply