অপরিবর্তিত থাকতে পারে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা জানিয়েছে আবহাওয়া অফিস। দিন কাটতে পারে শুষ্ক আবহাওয়ায়।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়। এর পর এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ পুদুচেরী ও চেন্নাইয়ের মধ্য দিয়ে উত্তর তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্র অতিক্রম করে।শুক্রবার সকাল ৬টায় এটি উপকূলীয় তামিলনাড়ু ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করে।
শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপটি স্থল লঘুচাপে পরিণত হয়েছে।তাই আপাতত মেঘ-বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে আকাশ মেঘমুক্ত থাকবে ও আবহাওয়া শুষ্ক থাকবে।
Leave a Reply