সকাল থেকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান জেলার ১ হাজার ৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ড কতৃপক্ষ জানায়, চট্টগ্রামে এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে ৮ টি স্পেশাল ভিজিল্যান্স টিম মাঠে কাজ করছে। এছাড়া পরীক্ষা নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। একইসাথে প্রশ্নফাঁসের গুজব ঠেকাতেও প্রশাসন সতর্ক আছে বলেও জানায় তারা।