এ উপলক্ষে সকাল থেকে পূজো মন্ডপগুলোতে ছিল ভক্তদের ভিড়। নগরীর জে এম সেন হলে সকালে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠী পূজোর বিভিন্ন রীতিনীতি। করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে মায়ের কাছে ছিল ভক্তদের প্রার্থনা। বিকেলে কল্পারম্ভ, বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের ষষ্ঠী পূজা সম্পন্ন হবে। এছাড়া ষষ্ঠীপূজা উপলক্ষে নগরের মন্ডপগুলোতে সন্ধ্যায় ভক্তিমূলক গান, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। এদিকে পূজো মন্ডপগুলোতে আগতদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তৎপর দেখা গেছে পূজা উৎযাপন কমিটিকে। প্রতিটি মন্ডপের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার রাখার পাশাপাশি মাস্ক পরার উপর জোর দেওয়া হচ্ছে। যাদের মাস্ক ছিলনা তাদের পূজা কমিটি থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। নগরীর ২৭৭ টি মন্ডপের নিরাপত্তায় আনসারের পাশাপশি প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নগরীর বাইরে ১৫ টি উপজেলায় এবার ১ হাজার ৯৬৪ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গাপূজা।
Leave a Reply