সারাদেশের মতো চট্টগ্রামেও নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। সকাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন শিক্ষকরা। প্রাথমিকে এবার চট্টগ্রাম জেলায় বইয়ের চাহিদা ৪৬ লাখ ৮ হাজার ৪৯২ টি এবং মাধ্যমিকে ১ কোটি ১৯ লাখ ৫২ হাজার ৯০২ টি বইয়ের চাহিদা রয়েছে। করোনার কারনে সাস্থ্যবিধি মেনে পর্যাক্রমে ১২ দিনে এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। এছাড়া পাক প্রাথমিকে ১ লাখ ৬৩ হাজার ১৯ জন শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে বই দেয়া হবে। নতুন বই পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরাও। নতুন বছরে নতুন উদ্যমে লেখাপড়া শুরু করার কথা জানান তারা।