সামুদ্রিক মাছের বাধাহীন প্রজনন ও সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সাগরে টহল জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ছাড়া নিষিদ্ধ সময়ে সাগরে যাওয়া অনুৎসাহিত করতে জেলেদের সচেতনামূলক কার্যক্রমও চালাচ্ছে কোস্ট গার্ড। তবেে এই নিষিদ্ধ সময়ে সরকারের সহযোগীতা চান জেলেরা। সমুদ্র অর্থনীতিকে আরো গতিশীল করতে মাছের প্রজণন মৌসুমে সমুদ্রে না যাওয়ার জন্য জেলেদের সচেতন করার পাশাপাশি টহল জোরদার করেছে কোস্ট গার্ড। আজ সকাল থেকে বঙ্গোপসাগরে বিভিন্ন পয়েন্টে টহল দেন কোস্টগার্ডের বিশেষ টিম।
এ দিকে সাগরে মাছ ধরা বন্ধ ঘোষণার পর থেকে অলস সময় কাটাচ্ছে জেলেরা। সরকারের সিদ্ধান্তকে সাগত জানিয়ে তারা বলছেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারলে তাদের খাবার জোগানো কষ্টের। তাই জেলেদের খাদ্য নিশ্চিত করার দাবি তাদের।