গীতিকার, সুরকার, কন্ঠ শিল্পী, নাট্যকার, সঙ্গীত পরিচালক,নাট্য পরিচালক,অভিনয় শিল্পী ও কলাকুশলীদের সমন্বিত সংগঠন (খিড়কি) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান গতকাল ৯ই এপ্রিল চট্টগ্রামের সদরঘাট ফোর স্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কোরআন তিলেওয়াতের মধ্যে দিয়ে ইফতার মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয় কোরআন তিলেওয়াত করেন,হাফেজ মাওলানা মোঃ কাজী মুনিরুল ইসলাম আল কাদিরী। উক্ত ইফতার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শেখ নওশেদ সারোয়ার পিল্টু,সদস্য-বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি ও উপদেষ্টা এন প্লাস টিভি। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম মাসুম । চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ১৪,১৫,২১ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা । চসিক ৪১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও উপদেষ্টা এন প্লাস টিভি মাঈনুল ইসলাম। এন প্লাস টিভি সম্পাদক এডভোকেট কাম্রুল ইসলাম। ইফতার দোয়া ও মাহফিলের আহবায়ক ছিলেন,এন প্লাস টিভি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন রাজু । সদস্য সচিব এস.ইউ.রুকন । শিল্পী এফ এ নয়ন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিল্পী রাজিব দে’র সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন খিড়কি উপদেষ্টা মোঃ জামাল হোসেন ,খিড়কির সিনিয়র সহ সভাপতি মাসুদ খান খোকন । উপদেষ্টা নুরুল ইসলাম নুরু উপদেষ্টা দোস্ত মোহাম্মদ,গ্রামীন বাবুল
চট্টগ্রামের কিংবদন্তি সঙ্গীতশিল্পী কল্যানী ঘোষ , সনজিৎ আচার্য্য, চিত্র নায়ক বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ বৈদ্য সুজন, আলহাজ্ব মান্নান কাওয়াল, আহমেদ নুর কাওয়াল,কমেডিয়ান অভিনেতা দিলীপ হোড়(মেরা মিয়া),উত্তম কুমার (লেডা মিয়া) শম্ভু দাশ, আব্দুল জব্বার,দেবাশিস চৌধুরী,মহাসিন চৌধুরী, কায়সারুল আলম বাব্লু,বাহার মজুমদার, অভিনেত্রী হ্যাপী,রোজী,রাফি,তারাবানু,লাভ্লু,বাপ্পি,আখিরী মিয়া,লিমা আক্তার, রশনী, পায়েল চৌধুরী, তুহিনুর রহমান দুলাল, ইফতি হোসেন, শাহীন,ছগির,এনাম,মেজবাহ,আবুল কাশেম আজাদ,ছৈয়দ এরফান, গীতিকার মোস্তফা সাগর, কন্ঠ শিল্পী পলি শারমিন, রায়হান সুলতানা নিহা, মিটু খান, সহ আরও অসংখ্য সঙ্গীত শিল্পী,অভিনয় শিল্পী, গীতিকার, সুরকার ও সংগীত ও নাট্য পরিচালক এর উপস্থিতিতে ইফতার মাহফিল যেমন সফল ও সার্থক হয়েছে তেমনি সাংস্কৃতিক ব্যক্তিদের মিলন মেলায় রূপান্তরিত হয়েছে,খিড়কি আজ প্রমাণ করেছে সাংস্কৃতিক ব্যক্তিদের একতার বন্ধন রক্ষার্থে খিড়কি অগ্রণী ভূমিকা রাখবে,খিড়কি পরিবারের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ এর শুভেচ্ছা। সংগঠনের নেতৃবৃন্দ ।