1. admin@nplustv.com : admin : Shadat Hossain Raju
রবিবার, ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:০৩ পূর্বাহ্ন

‘সাংবাদিক মুজাক্কির হত্যায় দোষী হলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন’

নিউজ ডেস্ক
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জেলার বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। একইসঙ্গে এই হত্যাকাণ্ডে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে পৌরসভার বটতলায় সংবাদ সম্মেললনে এসব কথা বলেন আব্দুল কাদের মির্জা। মুজিব শতবর্ষ উদযাপনের মঞ্চ ভাঙচুর এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হত্যার উদেশ্যে সশস্ত্র হামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন তিনি।

এ সময় আব্দুল কাদের মির্জা বলেন, তার প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় তার ব্যক্তিগত অফিস, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী মঞ্চ, চেয়ার, প্রচার মাইকসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে কেউ মারধর করেনি। তিনি নিজের জামা-কাপড় নিজেই ছিঁড়ে নাটক সাজিয়েছেন।

এ সময় সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের বিষয় নিয়েও কথা বলেন মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একইসঙ্গে দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পোষ্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর পড়ুন
© কপিরাইটঃ- এন প্লাস টিভি (২০২০-২০২২)
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD