সরকারকে ব্যর্থ প্রমাণে পরিকল্পিত নীলনকশা প্রণয়নের মাধ্যমে জোরেশোরে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ। দুপুরে যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন। পরশ আরও বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণে ১/১১ এর কুশীলবরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি, কথিত সুশীলদের একটি অংশ এবং কিছু আন্তর্জাতিক সহযোগী যারা মুখে সুশাসনের কথা বলে বিরোধীদের সঙ্গে মিশে বাজার দখল করতে চায় তারা সকলেই একজোট হয়ে আবারো ১/১১ এর পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। কিন্তু যত ষড়যন্ত্র করুক তাদের অপেক্ষা অপেক্ষায় রয়ে যাবে, আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে সন্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, বিএনপি ২০০৯ সাল থেকে বলে আসছে সরকার পতনের কথা। ক্ষমতা থেকে টেনে নামানোর ঘোষণার মধ্যেই ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আছে। যত টানাটানি করবে ক্ষমতায় থাকার মেয়াদ ততই দীর্ঘায়িত হবে। এছাড়া এছাড়া বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার মত হবে বলে প্রচার করছে তারা জনগণের শত্রু বলেও উল্লেখ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, যারা জনগণের ভোটে কখনো মন্ত্রী এমপি হতে পারবে না তাঁরাই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামীলীগের পতন ঘটাতে। দিবাস্বপ্ন না দেখে তাদের উচিত নির্বাচনে অংশ নিয়ে জনগণ তাদের পাশে রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে। অনুষ্ঠানে এছাড়াও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুবলীগ সাধারণ সম্পাদ মইনুল হোসেন খান নিখিল উপস্থিত ছিলেন।