চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৮ নং ওয়ার্ডে মাইজপাড়া শামীম আরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটির উদ্যোগে জাতীয় জলবায়ু পরিবর্তন সম্মেলন ও প্রস্তুতি সভা ২০২১ উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটির প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ নুরুল আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস মোঃ আলমগীর। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জগন্নাথ চন্দ্র বনিক। এবং চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সুনীল দাস। সভাপতিত্ব করেন সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ নুর কামাল। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটি ভোলা জেলা কমিটির নেতৃবৃন্দ। ভোলা জেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন সভাপতি ইমন হোসেন সাধারণ সম্পাদক জুলহাস।
গাছ লাগাই পরিবেশ বাঁচাই স্লোগানকে সামনে রেখে বক্তব্য রেখে অতিথিগন বলেন ২০২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে দেশব্যাপী সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটির উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম শুরু হবে। বিনামূল্যে সবার মাঝে গাছের চারা বিতরন করা হবে। অতিথিবৃন্দ আরো বলেন, জলবায়ু পরিবর্তনে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। গাছ আমাদের পরম বন্ধু অক্সিজেন থেকে শুরু করে বিপদে আর্থিক ভাবে লাভবান হওয়া যায় গাছ থেকে, তাই আসুন অযথা গাছ কাটা থেকে বিরত থাকি। একটি গাছ কাটলে বিষটি গাছের চারা রোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষা করি। সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটির লক্ষ্য হলো আগামীতে দেশের প্রতিটি অঞ্চলে পতিত জমিতে গাছ লাগানো সবুজ বৃক্ষয়ন সৃষ্টি করা।
উক্ত সভায় বিভিন্ন জেলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সবুজ বৃক্ষ জলবায়ু পরিবর্তন ও ভেষজ সোসাইটির সদস্যগন অতিথিদের ফুল দিয়ে বরন করেন।