দুর্বৃত্তরা কৌশিক হোসেন (১৪) নামের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে পাবনার আতাইকুলায়। শনিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার আতাইকুলা থানা বনগ্রাম গাংগুহাটি গ্রামের বামন ডাঙ্গার একটি বাগান থেকে স্কুলছাত্রের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কৌশিক গাংগুহাটি গ্রামের মো. হারুন প্রধানের ছেলে ও স্থানীয় মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ জানান, রাতে গ্রামের লোকজন রাস্তার পাশের মেহগনি বাগান দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পেয়ে মাইকিং করেন। নিহতের পরিবারসহ প্রতিবেশীরা গিয়ে মরদেহটি কৌশিকের বলে শনাক্ত করেন।
নিহতের মা জাহানারা খাতুন জানান, শনিবার সকালে তার ছেলে কৌশিক বাড়ি থেকে বের হয়। সারা দিন বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু হয়। রাতে মাইকিং শুনে ঘটনাস্থলে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে যান।
তিনি আরো জানান, তার ছেলে কৌশিক খুবই মেধাবী ছাত্র। তাকে কেউ পরিকল্পিতভাবে খুন করেছে। তবে কারা কেন কৌশিককে খুন করেছে তা তিনি জানেন না। তবে তিনি ছেলের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।