সন্দ্বীপ ও ভাসানচর চ্যানেলের মাঝখানে ২ নম্বর বয়ার কাছে একরাম জুনায়েদ নাম একটি বালি বোঝাই বাল্কহেড ডুবে গেছে। ডুবে যাওয়া জাহাজের ৫ নাবিককে সাগরে ভাসতে দেখে পোটল্যান্ড গ্রুপের অয়েল ট্যাংকার ওটি চট্টগ্রাম এর নাবিকরা তাদের জীবিত উদ্ধার করে। ডুবে যাওয়া ভাল্কহেডটি শনিবার সকালে ঢাকা থেকে মহেশখালীর মাতারবাড়ি যাচ্ছিল। এক পর্যায়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে ভাল্কহেডটি উত্তাল সাগরে ডুবে যায়। এসনয় ৫ নাবিক ১ ঘন্টা ধরে সাগরে ভাসতে থাকে। পোর্টল্যান্ড গ্রুপের অয়েল ট্যাংকারের নাবিকরা ভাসমান অবস্থা থেকে ৫ জন নাবিককে জীবিত উদ্ধার করে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়। উদ্ধার হওয়া ৪ জনকে বরিশাল এবং ১ জনকে মুন্সিগঞ্জ বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে পোর্টল্যান্ড গ্রুপ।
Leave a Reply