করোনা সংক্রমণের কারণে চট্টগ্রামে সীমিত পরিসরে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী। মহাশোভাযাত্রার আয়োজন না থাকলেও ধর্মীয় আচার মেনে মন্দিরে মন্দিরে পূজা, গীতাপাঠ ও প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে নগরীর জে এম সেন হলে তিনদিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যেগে হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে পূজার আয়োজন করা হয়। যজ্ঞ শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়েছে। এবছর জন্মাষ্টমী উৎসবের খরচের অর্থ দিয়ে মহানগর, জেলা ও উপজেলায় অসহায় মানুষ এবং অনাথালয়ে খাদ্যসামগ্রী, শিক্ষা সামগ্রী ও চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানান পূজা উৎযাপন পরিষদের নেতারা।