এদিন দূর্গোৎসবের অন্তিম দিন হওয়ায় মন্ডপগুলোতে উৎসবের পাশাপাশি বেজে উঠে বিষাদের সুর। তবে অন্যান্য দিনের মতো এদিন সকালে মন্ডপগুলোতে ছিলনা ভক্তদের ভিড়। যারা এসেছেন তারা স্বাচ্ছন্দ্যে পূজা করতে পরেছেন। ব্যক্তিগত চাওয়া পাওয়া এবং দেশবাসীর মঙ্গলে প্রার্থনা করেন ভক্তরা। করোনা মহামারী কাটিয়ে উঠতে মন্ডপগুলোতে ছিল বিশেষ প্রার্থনার আয়োজন। এছাড়া মহানবমী উপলক্ষে মন্ডপগুলোতে সন্ধ্যায় ভক্তিমূলক গান, আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। এদিকে পূজো মন্ডপগুলোতে আগতদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিটি মন্ডপের প্রবেশ মুখে হ্যান্ড স্যানিটাইজার রাখার পাশাপাশি মাস্ক পরার উপর জোর দেওয়া হয়েছে। নগরীর ২৭৭ টি মন্ডপের নিরাপত্তায় আনসারের পাশাপশি প্রায় এক হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। নগরীর বাইরে ১৫ টি উপজেলায় এবার ১ হাজার ৯৬৪ টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দূর্গাপূজা। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মন্ডপগুলোতে মোতায়েন ছিল পুলিশ