সিটি কর্পোরেশন রাষ্ট্রীয় সংবিধানের উর্ধ্বে নয়, তাদের গাড়িও রেজিস্ট্রেশন করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। সকালে চট্টগ্রামের বহাদ্দারহাট বারইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য চট্টগ্রামে বসবাসকারী ও দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। উন্নয়ন প্রকল্পের কাজ যথা সময়ে শেষ করতে হবে এবং সঠিকভাবে করতে হবে। প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা মনিটোরিং করার জন্য এলজিইডি মন্ত্রণালয় একটি টিম গঠন করেছে। খাল সংস্কারের জন্য জার্মানের তৈরি উন্নত প্রযুক্তির একটি যন্ত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। তিন কিলোমিটার খাল খননের কাজ আগামী দুই থেকে তিন বছরের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এরআগে মন্ত্রী টাইগার পাস হতে পাহাড়তলী পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন করেন। অনুষ্ঠানে স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।
Leave a Reply