বিয়ার ও কোকাকোলার বোতল নিয়ে কী কাণ্ডই না ঘটে গেল ইউরোপিয়ান ফুটবলে! যার শুরু করেছেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। টেবিল থেকে সরিয়ে দিয়েছেন ইউরোর স্পন্সর কোকাকোলার বোতল। এরপর বিয়ারের বোতল সরিয়ে দিয়েছেন ফরাসি ফুটবলার পল পগবা। ফ্রান্স তারকা অবশ্য মুসলিম বলেই সরিয়ে দিয়েছিলেন বিয়ারের বোতল।
ওই ঘটনাগুলোর পর নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। সামনে থেকে কেউ আর এমনটা করলে শাস্তির দেওয়ার হুমকি দিয়েছে সংস্থাটি। হুমকির সঙ্গে আরেকটি নিয়ম করেছে উয়েফা।
এখন থেকে মুসলিম ফুটবলারেরা চাইলে বিয়ারের বোতল টেবিলে রাখা হবে না। তবে অন্যরা এই কাজ করলে জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে। উয়েফার মুখপাত্র জানিয়েছেন, মুসলিম ফুটবলারদের টেবিলে বোতল না রাখা নিয়ে কোনো আপত্তি জানায়নি স্পনসর হেইনেকেন।রোনালদোর কোকের বোতল সরিয়ে দেওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মাথায় প্রায় একই কাজ করেন পগবা। গত মঙ্গলবার রাতে জার্মানির বিপক্ষে এসে হেইনেকেনের বিয়ারের বোতল সরিয়ে দেন। তাঁর বিয়ারের বোতল সরিয়ে নেওয়ার ভিডিওটি এরই মধ্যে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, পগবার সামনে টেবিলের ওপর রাখা ছিল দুটি কোকের বোতল, একটি হেইনেকেন বিয়ারের বোতল এবং একটি পানির বোতল। সেখান থেকে বিয়ারের বোতলটি নিচে নামিয়ে রাখেন ফরাসি তারকা।
এর একদিন আগে রোনালদো কোকের বোতল সরিয়ে পানি খাওয়ার পরামর্শ দিয়েছেন। পগবা অবশ্য কিছু বলেননি। পগবার এই কাণ্ডে এরই মধ্যে বিয়ারের প্রতিষ্ঠানটির ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।